কিশোরগঞ্জ জেলা কারাগারে মারামারিতে কয়েদির মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৫
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের জেলা কারাগারের ভেতরে দুই কয়েদির মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক কয়েদি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাদীন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল হাই (২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার ইসরাইল মিয়ার ছেলে । সে মাদক মামলার আসামি। আহত সাইদুর মিয়া তাড়াইল উপজেলার মাইজপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। সে ধর্ষণ মামলার আসামি।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, ভোর রাতে জেলা কারাগারের ভেতরে বাথরুমের ফিটিংস ভেঙে দুই কয়েদি মারামারি শুরু করে। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত সাইদুর মিয়া জেলা কারাগারের মেডিকেলে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও