Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত শিক্ষিকার শরীর থেকে সোনা চুরি, ৩ ডোম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১১:২০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে নিহত হন বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী। দুর্ঘটনার পর তার শরীরে থাকা স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। পরে পরিবারের স্বজনরা অভিযোগ করেন থানায়।

এ ঘটনায় তিন ডোমকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, সোমবার (৮ ফেব্রুয়ারী) সন্ধায় ডোমের কাছ থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আটককৃত ডোমরা হলেন, ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ডোম রানা (৩২), শাহ আলম (৩০) ও সুমন (৩৫)।

মামলার বাদী মোসফেকুস সালেহীন জানান, দুর্ঘটনার সময় আমার বোনের সঙ্গে স্বর্ণের একটি চেইন, দুইটি অ্যাংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। মর্গে থেকে লাশ পাওয়ার পর তার শরীরে কোনো স্বর্ণালঙ্কার
পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, তিনজন ডোমকে আটক করে জিজ্ঞাসাবাদে নিহত শিক্ষিকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেছি। স্বর্ণালঙ্কার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমি অবগত নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই ডোমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) স্কুলশিক্ষিকা ইফরাত সুলতানা রুনীসহ ছেলে/মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে এনায়েতপুর দরবার শরীফ থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রিকশাটিকে সজোরে চাঁপা দেয়। এতে রিকশাটি ট্রাকের পেছনে ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকার রুনী তার ছেলে নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় শিশু সোয়াবা রহমান ও রিকশাচালক চাঁন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু সোয়াবা রহমানকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

সড়ক দুর্ঘটনা সোনার চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর