পলিটেকনিকের আটক ৪ শিক্ষার্থী কারাগারে
৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৫
ঢাকা: অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত অবস্থায় আটক চার পলিটেকনিক শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে আরেক শিক্ষার্থীকে আদালত জামিন দিয়েছেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।
কারাগারে যাওয়া চার শিক্ষার্থী হলেন— মেহেদী হাসান রিমন (২০), নাওয়াহির আলম দিহান (২০), শহিদুল ইসলাম সোহেল (১৮) ও মো. হিমেল উদ্দিন (২২)। এছাড়া জান্নাতুল ফেরদৌস (২২) নামে একজনকে জামিন দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা বন্ধ করে অবরোধ করেন দেড় থেকে দুইশ শিক্ষার্থী। এসময় তারা উসকানিমূলক স্লোগান দেন এবং পুলিশের কাজে বাধা দেন। তারা পুলিশের ওপর লাঠিসোটা দিয়ে আক্রমণসহ ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই ঘটনায় তাদের সেখান থেকে আটক করা হয়।
সারাবাংলা/এআই/টিআর