Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ টেন মার্টের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:০২

ঢাকা: কাপড় পরিমাপে নন-মেট্রিক একক ব্যবহারের অপরাধে টপ টেন মার্টের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় এ অভিযান চালানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত টপ টেন মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং স্টেশন, খিলক্ষেতে অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন, কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত পিনাকল পাওয়ার লি. এবং নিউ এয়ারপোর্ট রোড এলাকার ডি এল ফিলিং স্টেশনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে এসব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আল হাসনাত অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ টেন টপ টেন মার্ট বিএসটিআই

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর