দ. আফ্রিকায় অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৪
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন একটি ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিন সামান্যই কার্যকর, গবেষণায় এমন ফল আসার পর ওই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি স্থগিত করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। খবর বিবিসি।
রোববার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী উইলি এমখিজে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সরকার অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কোন পথে অগ্রসর হলে সব থেকে ভাল হবে তা জানতে সরকার বিজ্ঞানীদের পরামর্শের অপেক্ষায় আছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
এর আগে, ইউনিভার্সিটি অব উইটওয়াটাসরান্ড এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন যা বিশেষ করে তরুণদের দেহে মৃদু বা মাঝারি সংক্রমণ সৃষ্টি করে তার বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন খুব সমান্যই কাজ করে।
এ ব্যাপারে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক অ্যান্ড্রু পোলার্ড বলেন, করোনা রূপ পরিবর্তন করে ভ্যাকসিন নেওয়াদের মধ্যেও সংক্রমণ ঘটনোর চেষ্টা করবে। এটিই ভাইরাসের স্বাভাবিক বৈশিষ্ট্য। এই মহামারির ক্ষেত্রেও এমনটাই হওয়ার কথা এবং করোনা যে রূপ পরিবর্তন করে ভ্যাকসিনের বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে চাইছে, গবেষণা সেটা নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন আফ্রিকার দেশগুলোর জন্য আশার আলো হয়ে এসেছিল। এই ভ্যাকসিন অপেক্ষাকৃত সস্তা। এছাড়া, ফাইজারের তুলনায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পরিবহন এবং সংরক্ষণ সহজ। ফলে, আফ্রিকার গরিব দেশগুলো করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করতে এই ভ্যাকসিনের অপেক্ষায় ছিল। নতুন এ গবেষণালব্ধ তথ্য তাদের জন্য নিশ্চিতভাবেই দারুণ হতাশার। যদি করোনা বর্তমান এবং নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আশানুরূপ কার্যকর না হয়, তবে বিশ্বকে হয়ত এ মহামারির বিরুদ্ধে ধারণার চেয়েও লম্বা সময় ধরে অধিক খরচ সাপেক্ষ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
সারাবাংলা/একেএম
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন করোনা ভ্যাকসিন টপ নিউজ দক্ষিণ আফ্রিকা প্রয়োগ স্থগিত