Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার থেকে অনলাইনে খোলা যাবে বিও অ্যাকাউন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২২

ঢাকা: আগামীকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে অনলাইন মাধ্যমে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা যাবে। দেশ ও বিদেশে অবস্থানকারী কোনো লোক ইচ্ছে করে নিজ নিজ স্থানে অবস্থান করে অনলাইনের মাধ্যমে ‘বিও হিসাব’ খুলতে পারবেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামীকাল অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএসইসির কমিশনার মো. শেখ সামসুদ্দিন আহম্মেদ। বিকাল ৩টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

বিএসইসি বিও অ্যাকাউন্ট বিও হিসাব

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর