Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র ৪ হলে তল্লাশি

চবি করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। এসময় হল বন্ধ থাকার পরও অবৈধভাবে হলে অনুপ্রবেশ ও অবস্থান করা ২৩ জন ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই তল্লাশি অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হলগুলো হলো- শাহ জালাল,শাহ আমানত, আলাওল ও স্যার এ এফ রহমান হল।

প্রক্টর রবিউল বলেন, আমরা নিয়মিত হলগুলো তল্লাশি করি। কিছু ছাত্র পরীক্ষা বা বিভিন্ন কারণে হলে উঠেছে। তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইডিকার্ড নিয়ে প্রক্টর অফিসে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ থাকবে বলেও জানায় প্রশাসন।

সারাবাংলা/সিসি/এসএসএ

চবি তল্লাশি হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর