চাঁদপুরে বাস দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৯
চাঁদপুর: জেলার যাত্রীবাহি বাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি এলাকার গীতা রাণী দাস ও কুমিল্লার নিমসার এলাকার বিভা রাণী ভৌমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ বাসটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়।’
তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এমও