Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুর সীমান্তে শিশুসহ ৩ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৫

হিলি: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ-উল্লাহ আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক তিন জন হলেন, স্বামী মজিবর হোসেন (২৭), স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)।

লে. কর্নেল শরিফ-উল্লাহ আবেদ জানান, বিরামপুরের দেশমা বাজার এলাকায় অপরিচিত তিনজন ব্যক্তি বসে আছে দেখে তাদেরকে স্থানীয়রা নাম,ঠিকানা জানতে চাইলে কিছু বলতে পারেনি তারা। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে তারা ভারতে পালানোর উদ্দেশে সীমান্তে এসেছিলেন।

তিনি আরও বলেন, সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

সারাবাংলা/এসএসএ

বিরামপুর রোহিঙ্গা শিশু সীমান্ত

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর