এখনই উঠছে না ইরানের নিষেধাজ্ঞা: বাইডেন
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩২
২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র। কিন্তু, এখনই দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা জানিয়েছেন।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একাধিক দেশ এবং ইরানের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে, আন্তর্জাতিক নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালু রাখার অধিকার ইরানকে দেওয়া হয়েছে। অর্থাৎ, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার মতো ক্ষেত্রে পরমাণু শক্তি কাজে লাগাতে পারলেও, পরমাণু অস্ত্র তৈরির মতো কর্মসূচি হাতে নিতে পারবে না দেশটি।
তবে, ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলের শুরুর দিকে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। ইরানও তার জেরে চুক্তি ভঙ্গ করতে শুরু করে। পাল্টা পদক্ষেপ হিসেবে, ট্রাম্প ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ইরানের শীর্ষ জেনারেলকে বাগদাদে হত্যা করে যুক্তরাষ্ট্র। কিছু দিন আগেও, ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।
এর জেরে ইরান সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে তারা পরমাণু পরীক্ষার প্রক্রিয়া শুরু করবে। এ ব্যাপারে জানুয়ারিতে দেশটির পার্লামেন্টে একটি বিলও পাশ হয়েছে। ওই বিলে বলা হয়েছে, ইরানের ইউরেনিয়াম মজুতের পরিমাণ চার শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।
এদিকে, বাইডেন শুরু থেকেই ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী বলে গণমাধ্যমে জানিয়েছেন। তার বক্তব্য, ইরান পরমাণু চুক্তি মানবে এমন নিশ্চয়তা দিলেই কেবল নতুন করে আলোচনা সম্ভব। অন্যদিকে, ইরানের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে প্রথমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপরেই আলোচনা সম্ভব।
সম্প্রতি, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
অপরদিকে, ইইউ চাইছে যুক্তরাষ্ট্র এবং ইরান যেন নতুন করে এ বিষয়ে আলোচনা শুরু করে।
সারাবাংলা/একেএম
আয়াতুল্লাহ খামেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরান ট্রাম্প বাইডেন যুক্তরাষ্ট্র