Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৪

মুন্সিগঞ্জ: সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামী আলমগীর খানকে আটক করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পারুল বেগম বরিশালের করিম বক্সের মেয়ে। আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা মুন্সিগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় বসবাস করতেন।

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২টায় অভিযুক্ত স্বামী আলমগীরকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

আটক স্ত্রী স্বামী হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর