বাংলাদেশকে রেলপথে নেপাল পর্যন্ত ট্রানজিট দিলো ভারত
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৯
ঢাকা: বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল চার দেশের সংযোগ) সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি হিসেবে ভারত রহনপুর-সিঙ্গাবাদ রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সার রফতানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে সোমবার (৮ ফেব্র্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘১৯৭৬ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে স্বাক্ষর করা এক চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে নেপালে পণ্য রফতানি করা হয় এবং অন্যান্য দেশ থেকে নেপালের আমদানি পণসমূহ ভারতীয় অঞ্চলের মধ্য দিয়ে ’ট্রাফিক ইন ট্রানজিট’ হিসেবে পরিবহন করা হয়। নেপালের সঙ্গে রফতানিতে ও স্থল বাণিজ্যের জন্য ভারত বিশেষভাবে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা সরবরাহ করে আসছে।’
‘রেলপথে ট্রাফিক ইন ট্রানজিট মূলত দু’টি ভারত-বাংলাদেশ ক্রসিং পয়েন্ট, রহনপুর (বাংলাদেশ) – সিঙ্গাবাদ (বাংলাদেশ) এবং বিরল (বাংলাদেশ) – রাধিকাপুর (ভারত) রেলপথ হয়ে পরিবহন করা হয়।’
‘বাংলাদেশ থেকে প্রতি বছর একটি উল্লেখযোগ্য পরিমাণ আমদানি সার নেপালে পাঠানো হচ্ছে। এ বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে নেপালে রফতানি সার বোঝাই প্রথম ট্রেনটি ভারতীয় রেলওয়ের নিকট হস্তান্তর করে। বর্তমানে রেলওয়ে ট্রানজিট ব্যবহার করে প্রায় ২৭ হাজার মেট্রিক টন সার নেপালে রফতানি করা হবে।’
ভারতের বিবৃতিতে আরও বলা হয়, ‘সূত্র থেকে জানা গেছে যে, পরবর্তীতে নেপালে আরও ২৫ হাজার মেট্রিক টন সার রফতানির পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপগুলো আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।’
সারাবাংলা/জেআইএল/একে