Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকা নিয়ে ভালো আছি, আপনারাও নেন: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩২

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুস্থ এবং ভালো আছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে তিনি এ কথা বলেন।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, কোনো সমস্যা হয়নি। আপনারাও টিকা নেন।

এ সময় আপিল বিভাগে ভার্চুয়াল সংযুক্ত ছিলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আমরা আগামীকাল (মঙ্গলবার) টিকা নিয়ে নেব।

এছাড়া ভার্চুয়ালে যুক্ত থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকনও টিকা নেবেন বলে প্রধান বিচারপতিকে জানান।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীসহ করোনাভাইরাসের ভ্যাকসিন নেন প্রধান বিচারপতি। একইদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালের টিকা কেন্দ্রে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের অর্ধশতাধিক বিচারপতি টিকা নেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর