Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা আক্তার (২২) নামে এক পোশাকশ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। সোমবার (৮ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বামী মো. শাহিন জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে কোনাপাড়া পশ্চিম মমিনবাগে ভাড়া থাকেন। রুনা স্থানীয় মোল্লা নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তিনি জানান, রুনা সকালে বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। বাসার একটু দূরেই মমিনবাগ এলাকায় আঃ আজিজের নির্মাণাধীন চারতলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন শাহিনকে খবর দেয়। পরে রুনাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ নির্মাণাধীন ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর