Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে প্রথম দিনে ভ্যাকসিন পেলেন ৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৭

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সকল স্থানে জাতীয় ভাবে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। ভ্যাকসিন কার্যক্রমের প্রথম দিনে সারাদেশে ভ্যাকসিন নিয়েছে ৩১ হাজার ১৬০ জন। আর রাজধানীতেই ভ্যাকসিন গ্রহণ করেছেন পাঁচ হাজার ৭১ জন। এর মধ্যে তিন হাজার ৭৭২ জন পুরুষ ও এক হাজার ২৯৯ জন নারী।

রোববার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাজধানীর কোন হাসপাতালে কতজন ভ্যাকসিন নিয়েছে তা জানানো হয়।

বিজ্ঞাপন

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট ভ্যাকসিন নিয়েছেন ৫৬০ জন। তাদের মধ্যে পুরুষ ৪২৪ জন আর নারী ১৩৬ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ-সাভার) ভ্যাকসিন নিয়েছেন ১০০ জন, পুরুষ ৯৯ জন নারী একজন। সম্মিলিত সামরিক হাসপাতাল ( মিরপুর) ভ্যাকসিন নিয়েছেন মোট ১৫৮ জন, পুরুষ ১৩৪, নারী ২৪ জন। বিএন হাজী মহসিন ভ্যাকসিন নিয়েছেন মোট ৭৪ জন, পুরুষ ৭১ নারী তিনজন। বিএএফ বাশারে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩০ জন, পুরুষ ২৯ জন আর নারী একজন।

এদিকে বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন নিয়েছেন ৩২ জন, পুরুষ ২৬ আর নারী ছয় জন। সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন নিয়েছেন ১৬৭ জন, পুরুষ ১৪৯ জন আর নারী ১৮ জন। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে ভ্যাকসিন নিয়েছেন ৪৩ জন, এর মধ্যে পুরুষ ৩১ জন আর নারী ১২ জন। শিশু ও মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউট (মাতুয়াইল) ভ্যাকসিন নিয়েছেন ৯০ জন, পুরুষ ৫৯ জন আর নারী ৩১ জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (রাজারবাগ) ভ্যাকসিন নিয়েছেন ৩৪০ জন, পুরুষ ৩১২ জন আর নারী ২৮ জন। কামরাঙ্গীচর ৩১ বেড হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ২০ জন, পুরুষ ১৩ জন নারী সাতজন।

বিজ্ঞাপন

এছাড়াও ২৫০ বেড টিবি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৪৭ জন, এর মধ্যে পুরুষ ৩৮ জন আর নারী নয় জন। সংক্রমণব্যাধি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৬০ জন, পুরুষ ৪০ আর নারী ২০ জন। কুয়েত
বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৮৮ জন, পুরুষ ৫৮ জন আর নারী ৩০ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১০৯ জন, পুরুষ ৭১ জন আর নারী ৩৮ জন। লালকুঠি হাসপাতাল ( মিরপুর) ভ্যাকসিন নিয়েছেন ২৭ জন, পুরুষ ১৭ জন আর নারী ১০ জন।

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৩১ জন, এর মধ্যে পুরুষ ২৪ জন আর নারী সাতজন। ঢাকা মহানগর শিশু হাসপাতাল ( লালবাগ) ভ্যাকসিন নিয়েছেন ৩৮ জন, পুরুষ ২৪ জন আর নারী ১৪ জন। ঢাকা ডেন্টাল কলেজ (মিরপুর) ভ্যাকসিন নিয়েছেন ৩০ জন, পুরুষ ১৯ জন আর নারী ১১ জন। ঢাকা শিশু হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৪৯ জন, পুরুষ ৩৬ জন আর নারী ১৩ জন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ২৭০ জন, পুরুষ ১৬৮ জন আর নারী ১০২ জন।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ২৩০ জন, তাদের মধ্যে পুরুষ ১৬৪ জন আর নারী ৬৬ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ২১৩ জন, পুরুষ ১৩৬ জন আর নারী ৭৭ জন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৩১৪ জন, পুরুষ ২২৭ জন আর নারী ৮৭ জন। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১০৩ জন, পুরুষ ৮৩ জন আর নারী ২০ জন। জাতীয় বক্ষ্যব্যাধী ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৩৭ জন, পুরুষ ২৫ আর নারী ১২ জন।

জাতীয় কিডনি ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১৭৬ জন, এর মধ্যে পুরুষ ১২৬ জন আর নারী ৫০ জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১২০ জন, পুরুষ ৭১ জন আর নারী ৪৯ জন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১৪৫ জন, পুরুষ ১০০ জন আর নারী ৪৫ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ৫০ জন, পুরুষ ৩৮ আর নারী ১২ জন। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ১৬০ জন, পুরুষ ১০৯ জন আর নারী ৫১ জন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৭২ জন, তাদের মধ্যে পুরুষ ৫৩ জন আর নারী ১৯ জন। জাতীয় নাক, কান ও গলা ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৪১ জন, পুরুষ ৩১ আর নারী ১০ জন। শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৮২ জন, পুরুষ ৪৮ জন আর নারী ৩৪ জন। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৪৬ জন, পুরুষ ৩৩ জন আর নারী ১৩ জন।

নগর মাতৃসদন ভ্যাকসিন নিয়েছেন ১৫ জন, এর মধ্যে পুরুষ সাতজন আর নারী আট জন। নগর মাতৃসদন (হাজারীবাগ পার্ক) ৪৮ জন, পুরুষ ৩০ জন আর নারী ১৮ জন। সীমান্তিকনগর মাতৃসদন (ধলপুর) ভ্যাকসিন নিয়েছেন ১৮ জন, পুরুষ ১০ জন আর নারী আট জন। সীমান্তিকনগর মাতৃসদন (খিলগাঁও) ভ্যাকসিন নিয়েছেন ৩০ জন, পুরুষ ২১ জন আর নারী নয়জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ৩১৯ জন, পুরুষ ২৯৪ জন আর নারী ২৫ জন।

উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর পরপরই বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

সারাবাংলা/এসবি/এনএস

টপ নিউজ ঢাকা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর