Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভ্যাকসিন নিলেন সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে টিকা নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল সাইফুল আবেদীন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভ্যাকসিন নেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন। এর মধ্য দিয়ে চট্টগ্রাম সেনানিবাসে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সূচনা হয়।

বিজ্ঞাপন

মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের জন্য সিটি করপোরেশন থেকে চার হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব সেনা সদস্যকে টিকা দেওয়া হবে।

২৪ পদাতিক ডিভিশনের অধীন অঞ্চলে ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের কেন্দ্র দুইটি হলো সিএমএইচ চট্টগ্রাম এবং ওপিসি ভাটিয়ারি। আর পার্বত্য চট্টগ্রামের চারটি কেন্দ্র হলো বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙ্গামাটি।

সারাবাংলা/আরডি/টিআর

২৪ পদাতিক ডিভিশন করোনা ভ্যাকসিন চট্টগ্রাম জিওসি সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর