৪০তম বিসিএস: লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন দাবি
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৭
ঢাকা: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা আবার মূল্যায়নের দাবিতে আন্দোলন শুরু করেছেন ওই পরীক্ষায় অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এই আন্দোলনের অংশ হিসেবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তারা অবস্থান কর্মসূচিও পালন করেছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) খাতা পুনর্মূল্যায়নের এই আন্দোলনে প্রায় চারশ চাকরিপ্রত্যাশী অংশ নেন পিএসসির সামনে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অধিকাংশই বিসিএসের লিখিত পরীক্ষা ভালো দিয়েছেন। এর আগে বিসিএস পরীক্ষায় তারা উত্তীর্ণও হয়েছেন। কেউ ভালো সরকারি চাকরিও করছেন। কিন্তু ৪০তম বিসিএসে তাদেরকে ফেল করানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা।
এ কারণেই খাতা পুনরায় দেখার দাবি জানিয়ে তারা বলেন, যারা লিখিত পরীক্ষায় পাস করেছে, তাদের আমরা চিনি। তারা কিভাবে লিখিত পরীক্ষায় পাস করে, সেটাই আমরা নিশ্চিত নই। খাতা মূল্যায়নে ত্রুটি রয়েছে। আমরা এই ফল প্রত্যাখ্যান করে নতুন করে খাতা মূল্যায়নের দাবি জানাচ্ছি।
এর আগে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলে দেখা যায়, ১০ হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তাদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/টিএস/টিআর
৪০তম বিসিএস অনুত্তীর্ণ চাকরিপ্রার্থী খাতা পুনর্মূল্যায়ন লিখিত পরীক্ষা