Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন করুন, ভ্যাকসিন নিন: প্রধান বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সকল জনগণকে নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে টিকা গ্রহণের পর এ আহ্বান জানান প্রধান বিচারপতি।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আজ আমার স্ত্রীসহ ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পরে এখন পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি।’

তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত হলো আপিল বিভাগ। আজ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আমিসহ সাত বিচারপতি ভ্যাকসিন নিয়েছেন। হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতিও ভ্যাকসিন নিয়েছেন। সুতরাং, আমি দেশবাসীকে বলবো, সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করেন এবং ভ্যাকসিন নেন।’

তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এটি প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’

এর আগে, বিকেল ৩টায় স্ত্রীকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিকাল ৩টা ১০ মিনিটে তারা টিকা নেন।

উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর পরপরই বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এসবি/একে

করোনা নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর