Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন গ্রহণের পরে আমি ভালো আছি: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৭

ঢাকা: কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পরেছে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আমি আজ ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন গ্রহণ করার পরে আমি ভালোই আছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী।

বিজ্ঞাপন

আবদুর রাজ্জাক বলেন, করোনাভাইরাস মহামারি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এর বিরূপ প্রভাব বাংলাদেশসহ সারাবিশ্বেই পড়েছে। করোনাভাইরাসের ভ্যাকসিন এই মহামারির বিরুদ্ধে মানবজাতির একটা বড় অর্জন।

তিনি বলেন, মহামারির বিরুদ্ধে এই ভ্যাকসিন বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার করে হয়েছে। আমি ভ্যাকসিন নেওয়ার পর ভালোই আছি। যারা ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করছে। পুরো বিশ্ব ভ্যাকসিন নিচ্ছে, কিছু না কিছু উপকারিতা তো আছেই।

এ সময় তিনি দেশবাসীর প্রতি ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে ভ্যাকসিন নিতে হবে। তাই দেশবাসীর কাছে অনুরোধ, যখনই সুযোগ আসবে ভ্যাকসিন নিয়ে নিন।

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর পরপরই বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমআই

ভ্যাকসিন গ্রহণের পরে আমি ভালো আছি: কৃষিমন্ত্রী সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা: কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পরেছে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আমি আজ ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন গ্রহণ করার পরে আমি ভালোই আছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী। আবদুর রাজ্জাক বলেন, করোনাভাইরাস মহামারি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এর বিরূপ প্রভাব বাংলাদেশসহ সারাবিশ্বেই পড়েছে। করোনাভাইরাসের ভ্যাকসিন এই মহামারির বিরুদ্ধে মানবজাতির একটা বড় অর্জন। তিনি বলেন, মহামারির বিরুদ্ধে এই ভ্যাকসিন বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার করে হয়েছে। আমি ভ্যাকসিন নেওয়ার পর ভালোই আছি। যারা ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করছে। পুরো বিশ্ব ভ্যাকসিন নিচ্ছে, কিছু না কিছু উপকারিতা তো আছেই। এ সময় তিনি দেশবাসীর প্রতি ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে ভ্যাকসিন নিতে হবে। তাই দেশবাসীর কাছে অনুরোধ, যখনই সুযোগ আসবে ভ্যাকসিন নিয়ে নিন। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর পরপরই বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সারাবাংলা/এসবি/এমআই

করোনাভাইরাস কৃষিমন্ত্রী ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর