Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝগড়ার জেরে যুবক খুনের আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৪

চট্টগ্রাম ব্যুরো: ঝগড়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) নগরীর আশকারাবাদ মিস্ত্রিপাড়া থেকে হত্যায় অভিযুক্ত হোসেন রুবেলকে (২০) গ্রেফতার করা হয়েছে। এর আগে, শুক্রবার রাতে নগরীর সদরঘাট থানার ডিটি রোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত আবু কালাম কালু (২৭) নগরীর পাঠানটুলীর বংশালপাড়ার সুরুজ মিয়ার ছেলে। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

গ্রেফতার ফরহাদ হোসেন রুবেল নগরীর ডবলমুরিং থানার আশকারাবাদ মিস্ত্রিপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা সারাবাংলাকে জানান, আবু কালামের ভাঙারি দোকান আছে। রুবেল তার পূর্বপরিচিত। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ডিটি রোডের ওয়ার্কশপ গলিতে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাত সাড়ে ১২টার দিকে কালাম ওই গলি দিয়ে যাবার পথে রুবেল তার বুকে ছুরিকাঘাত করে।

আহত কালামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শনিবার সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম বাদী হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেন যাতে রুবেলকে একমাত্র আসামি করা হয়।

পুলিশ কর্মকর্তা নোবেল চাকমা বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা আসামি রুবেলকে গ্রেফতারে অভিযান শুরু করি। তার অবস্থান শনাক্ত করে তাকে আমরা গ্রেফতার করি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও সে আমাদের কাছে হস্তান্তর কররে।’

সারাবাংলা/আরডি/এমআই

আটক ছুরিকা ঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর