Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় প্রথম ভ্যাকসিন নিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৪

নেত্রকোনা: জেলায় নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রথম ভ্যাকসিন নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রে ভ্যাকসিন নেন তিনি।

পরে সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, গণমাধ্যমকর্মীদের পক্ষে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরীকে ভ্যাকসিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, জেলার ১০ উপজেলায় প্রথম দফায় ৩২ হাজার জনকে ভ্যাকসিন দিতে ২২টি বুথে ১৩২ জন কর্মী ছাড়াও ১০টি মেডিকেল টিম কাজ করছে। প্রথমদিন জেলায় এক হাজার সাত জনকে করোনার টিকা দেওয়ার কাজ চলছে।

প্রথম দফায় নেত্রকোনায় ৭ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন এসেছে, পরে বাকি ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে জানান সিভিল সার্জন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শতাব্দীর সেরা দুর্যোগ করোনাভাইরাস অন্য উন্নত অনেক দেশের চেয়ে ভালোভাবে মোকাবিলা করেছে সরকার। এখন ভ্যাকসিন কার্যক্রমেও সরকার সফল হবে।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণ করার পর সুস্থ আছি। আমি সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাই।

সারাবাংলা/এসএসএ

করোনা টপ নিউজ ভ্যাকসিন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর