Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয় নেই, যখনই আপনার তারিখ আসবে ভ্যাকসিন নেবেন: ডা. জাফরুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৮

ঢাকা: জনসাধারণ পর্যায়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগের শুরুর দিনেই এই ভ্যাকসিন নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় তিনি অন্য সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ফের আহ্বান জানিয়ে বলেন, তিনি যেন জনসম্মুখে এসে করোনার ভ্যাকসিন নেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার ভ্যাকসিন নেন ডা. জাফরুল্লাহ।

বিজ্ঞাপন

ভ্যাকসিন নেওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।

এর আগে, গত ২১ জানুয়ারি ভারত সরকারের উপহার পাঠানো করোনাভাইরাসের ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে। পরদিন (২২ জানুয়ারি) গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ টেলিভিশন ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার আহ্বান জানান। নিজে ভ্যাকসিন নেওয়ার পরও তিনি ফের একই আহ্বান জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি একইসঙ্গে বলতে চাচ্ছি— প্রধানমন্ত্রী যদি এখানে এসে ভ্যাকসিনটা নিয়ে যান, তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এতে ভয়ের কোনো কারণ নেই।’

বিএসএমএমইউয়ে ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত ব্যবস্থাপনার প্রশংসাও করেন তিনি। বলেন, সাধারণ মানুষ যেন ভ্যাকসিন সুবিধা পায়, সেটি দেখতে হবে। কারণ সাধারণ মানুষেরই এই ভ্যাকসিন বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউয়ের সব কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের চিকিৎসক অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু।

এদিন বিএসএমএমইউ থেকে আরও ভ্যাকসিন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও শিক্ষক নেতা এ এস এম মাকসুদ কামাল। এছাড়া হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি কাজী জিনাত হক, এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানও এখানে উপস্থিত হয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন।

এদিন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিব করোনার ভ্যাকসিন নিয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সব মিলিয়ে ঢাকার ৫০টি হাসপাতালে চলছে এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। ঢাকার বাইরে এই কার্যক্রম শুরু হয়েছে আরও ৯৫৫টি হাসপাতালে। এর মাধ্যমে দেশে জনসাধারণ পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হলো। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম।

আরও পড়ুন:
ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিন নিলেন রংপুরের মেয়র
ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য
যারা ভ্যাকসিন নিতে পারবেন না
খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন মেয়র
কেন্দ্রে গেলেই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রী
সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী
সিলেটে প্রথম দিনে ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু
ঢামেকে প্রথম ভ্যাকসিন নিলেন চিকিৎসক দীপংকর ঘোষ
বার্ন ইউনিটে ভ্যাকসিন নিলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম
ভয় নেই, যখনই আপনার তারিখ আসবে ভ্যাকসিন নেবেন: ডা. জাফরুল্লাহ

সারাবাংলা/ইএইচটি/এএম

টপ নিউজ ডা. জাফরুল্লাহ ভ্যাকসিন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর