Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ন্ত্রণে বিশেষ অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩২

ঢাকা: করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিশেষ অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি। বাংলাদেশের অগ্রযাত্রা সমানতালে চলেছিল। বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ একটা বিশেষ অবস্থানে চলে এসেছে। যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, প্রথম অবস্থায় আমরা এ রোগ সম্পর্কে কিছুই জানতাম না। সবার ভেতরে কিন্তু একটা আতঙ্ক ছিল। আজকে কিন্তু সেই জায়গাটা নাই। আমাদের ডাক্তারেরা অকাতরে প্রাণ দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনীসহ ফ্রন্ট লাইনে যারা ছিলেন, সকলে সহযোগিতা করেছিলেন বলে কোভিড নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি।

মন্ত্রী আরও বলেন, আমাদের হাসপাতালগুলো যেমন চালু রয়েছে, তেমনি ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির মাধ্যমে করোনা মোকাবেলা করতে চাচ্ছি আমরা। প্রধানমন্ত্রী সেজন্য কয়েক কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আজ থেকে সারাদেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমাম, উপ-পরিচালক ডা. মো. সাঈদুর রহমান এবং অধ্যাপক এবিএম মাসুদুল আলমসহ প্রমূখ।

বক্তব্য শেষে তিনটি হাসপাতালে কোভিড- ১৯ ভ্যাকসিন প্রদান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইউনিস্টিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজিতে উদ্বোধন করলেও ভ্যাকসিন নেননি তিনি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফুল ইসলাম তপু সারাবাংলাকে জানান, মন্ত্রী নিয়মিত একটি ওষুধ নেন। এই ওষুধ চলমান থাকা অবস্থায় করোনার ভ্যাকসিন না নেওয়ার ব্যাপারে ডাক্তারের পরামর্শ রয়েছে। তবে ওষুধ বন্ধ করার কয়েকদিন পরে উনি ভ্যাকসিন নেবেন।

আরও পড়ুন:
ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিন নিলেন রংপুরের মেয়র
ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য
যারা ভ্যাকসিন নিতে পারবেন না
খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন মেয়র
কেন্দ্রে গেলেই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রী
সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী
সিলেটে প্রথম দিনে ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু
ঢামেকে প্রথম ভ্যাকসিন নিলেন চিকিৎসক দীপংকর ঘোষ
বার্ন ইউনিটে ভ্যাকসিন নিলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম
ভয় নেই, যখনই আপনার তারিখ আসবে ভ্যাকসিন নেবেন: ডা. জাফরুল্লাহ

সারাবাংলা/এসএইচ/এনএস

করোনা নিয়ন্ত্রণ বাংলাদেশ বিশেষ অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর