ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৯ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩৫
ঢাকা: রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি এই ভ্যাকসিন নেন।
পরে একে একে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই হাসপাতালে করোনার ভ্যাকসিন নেন।
এর আগে, ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের বলেন, কেউ নিবন্ধন করতে না পারলেও কেন্দ্রে গেলেই ভ্যাকসিন দেওয়া হবে। কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো হবে না। নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করলে সেই ব্যক্তির তথ্য রেখে দেওয়া হবে। পরে সরকার তার নিবন্ধন করে নেবে।
এদিন সরকারের আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিবও ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় তার স্ত্রী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীও এই ভ্যাকসিন নিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে ভ্যাকসিন প্রয়োগ শুরুই হয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে।
এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই ভ্যাকসিন নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, অর্থ সচিব আব্দুর রউফ। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপউপাচার্য ড. আব্দুস সামাদসহ অন্যরা ভ্যাকসিন নেন।
এর আগে, সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রস্তুতি প্রসঙ্গে গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী সারাবাংলাকে জানিয়েছিলেন, ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হবে। সেদিন সারাদেশে জেলা পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। কিছু ক্ষেত্রে উপজেলা পর্যায়েও ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে। এরই মধ্যে সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে।
মন্ত্রী সেদিন আরও বলেন, যদি সবকিছু ঠিক থাকে তবে (রোববার) গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নেব বলে আশা করছি। আমাদের কেবিনেটের আরও কিছু কলিগও সেদিন (রোববার) ভ্যাকসিন নিতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার সারাদেশেই জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী ঢাকার ৫০টি হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম।
এর আগে, গত ২৭ জানুয়ারি প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওই দিন ২৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫৪১ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।
আরও পড়ুন- নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রীর
করোনা নিয়ন্ত্রণে বিশেষ অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
কেন্দ্রে গেলেই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সারাবাংলা/এসবি/এসএসএ