Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না: নওফেল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩২

চট্টগ্রাম ব্যুরো: করোনার ভ্যাকসিন গ্রহণের পর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউ ওয়ার্ডের পাশে স্থাপিত বুথে করোনার ভ্যাকসিন নেন উপমন্ত্রী নওফেল।

ভ্যাকসিন পরবর্তী জটিলতা পর্যবেক্ষণের জন্য আধাঘণ্টা বুথে কাটিয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন তিনি। এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ব্রিফিংয়ে উপমন্ত্রী নওফেল সারদেশে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। পৃথিবীর অনেক দেশে যেখানে ভ্যাকসিন পৌঁছায়নি, সেখানে আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এদেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন, সেটাই উনি প্রমাণ করেছেন। আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

করোনার ভ্যাকসিন নিয়ে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি অপপ্রচারকারী মহল, যারা উন্নয়ন এবং আমাদের অগ্রযাত্রায় হিংসার বশবর্তী হয়ে গুজব এবং অপপ্রচার চালাচ্ছে, ভ্যাকসিনেশন সম্পর্কে অপপ্রচার চালিয়ে যারা রাজনৈতিক পরিস্থিতি ‍উত্তপ্ত করার চেষ্টা করছে, আমরা তাদের বলতে চাই- উন্নয়নের রাজনীতি, প্রগতির রাজনীতিকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই তারা আটকাতে পারবে না। এই অদম্য অগ্রযাত্রায় শেখ হাসিনার হাত ধরে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা করি।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যখাতে জড়িত সবাইকে ও গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন উপমন্ত্রী নওফেল।

করোনার ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর বলেন, ‘এটা নিয়ে যেসব অপপ্রচার আছে, আমি সবাইকে অনুরোধ করব, এগুলোতে কান দেবেন না। আপনারা সবাই নিজেরা ভ্যাকসিন নেবেন এবং অন্যদের উৎসাহিত করবেন ভ্যাকসিন নেওয়ার বিষয়ে।’

আরও পড়ুন:
ভ্যাকসিন নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিন নিলেন রংপুরের মেয়র
ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য
যারা ভ্যাকসিন নিতে পারবেন না
খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন মেয়র
কেন্দ্রে গেলেই দেওয়া হবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রী
সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী
সিলেটে প্রথম দিনে ৭০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু
ঢামেকে প্রথম ভ্যাকসিন নিলেন চিকিৎসক দীপংকর ঘোষ
বার্ন ইউনিটে ভ্যাকসিন নিলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম
ভয় নেই, যখনই আপনার তারিখ আসবে ভ্যাকসিন নেবেন: ডা. জাফরুল্লাহ

সারাবাংলা/আরডি/এসএসএ

করোনা টপ নিউজ নওফেল ব্রিফিং ভ্যাকসিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর