Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাপা প্লাজার দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৫ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৩

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। মালিকের অভিযোগ, দোকানের তালা ভেঙে কমপক্ষে ৫০০ ভরি সোনা নিয়ে গেছে চোরচক্র।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোরদের শনাক্তের চেষ্টা করছে।

জুয়েলার্সের মালিকের ছোটভাই অমিত কুমার সাহা সারাবাংলাকে বলেন, সকাল ৯টার দিকে দোকান খুলতে এসে বুঝতে পারি দোকানের তালায় সমস্যা। কোনো তালা কাটা নেই। কিছু তালা খোলা, কিছু লাগানো।

তিনি বলেন, ভেতরে গিয়ে দেখি সোনার অলংকার ও কিছু সোনা এলোমেলো পড়ে আছে। অনেক বাক্স ফাঁকা। আমরা হিসাব মেলানোর আগেই পুলিশকে খবর দিই। কাস্টমার ও আমাদের মিলে কমপক্ষে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে।

ভেতরের তালা কিভাবে ভেঙেছে— জানতে চাইলে অমিত কুমার সাহা বলেন, কিছুই বুঝতে পারছি না। সামনে কেচি গেট ছিল। সেখানকার তালা নরমাল চাবি দিয়ে খোলা যায়, এমনভাবে খোলা।

তিনি বলেন, আমরা সন্দেহ করছি, মার্কেটের কোনো অভিজ্ঞ লোকের হাত রয়েছে এই চুরির ঘটনায়। নৈশ প্রহরি বাইরে যারা ছিলেন, তারাও কিছু বলতে পারেন না। পুলিশ নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ করছে।

সারাবাংলা/ইউজে/এএম

৫০০ ভরি স্বর্ণ চুরি টপ নিউজ রাপা প্লাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর