Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন প্রয়োগ শুরু, এখনও চালু হয়নি নিবন্ধন অ্যাপস

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৯

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। যারা ভ্যাকসিন নেবেন তাদের সবাইকে সুরক্ষা নামক অ্যাপসে বা ওয়েব প্লাটফর্মে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবে না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপসটি কবে চালু হবে সে বিষয়ে এখনও কিছু বলতে পারছে না স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

বিজ্ঞাপন

এর আগে ৩১ জানুয়ারি রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ভ্যাকসিন গ্রহণের জন্য সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে দেওয়া হবে।

৭ ফেব্রুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও অ্যাপস এখনও প্লে স্টোরে নেই কেন? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, সুরক্ষা নামে যে অ্যাপসটি আছে, সেটি আমাদেরকে আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে। আইসিটি বিভাগের কাছ থেকে জেনেছি, তারা অ্যাপলিকেশনটি গুগলে জমা দিয়েছে। ভেরিফিকেশন শেষ হলে সেটা সবার ব্যবহারের জন্য প্লে স্টোরে দেওয়া হবে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে এটা চূড়ান্ত করে না দেওয়া হবে, দুর্ভাগ্যজনকভাবে বলতে পারছি না এটা কবে নাগাদ চালু হবে। তবে অ্যাপস প্লে স্টোরে পাওয়া না গেলেও দেশে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য তিন লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এবং এমআইএস শাখার লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

উল্লেখ্য, দেশে ২৭ জানুয়ারি প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এদিন ২৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন।

এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।

দেশে ভ্যাকসিন গ্রহণ করা ৫৬৭ জনের মাঝে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

সারাবাংলা/এসবি/এএম

নিবন্ধন অ্যাপস ভ্যাকসিন সুরক্ষা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর