নতুন মাদক ‘ট্যাপেন্টাডল’সহ জয়পুরহাটে ইউপি সদস্য আটক
৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৮
জয়পুরহাট: সীমান্তঘেঁষা জয়পুরহাটে নতুন মাদক ‘ট্যাপেন্টাডল’সহ আব্দুল মতিন নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য ও তার সহযোগী তহিদুল ইসলাম জনিকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন (৪০) ও নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি (৩০)।
ওসি আলমগীর জাহান জানান, আটককৃতরা বগুড়া থেকে ট্যাপেন্টাডল ক্রয় করে মোটরসাইকেলযোগে মঙ্গলবাড়ী বাজারে নিয়ে তাদের ফার্মেসিতে নিয়মিত বিক্রি করতো। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, ‘নতুন মাদক ট্যাপেন্টাডল ইয়াবার মতো। কিন্তু এটি ইয়াবা নয়। এটি মূলত ব্যথানাশক ওষুধ।’ ইয়াবা আর হিরোইনের বিকল্প হিসাবে মাদকসেবীরা এটি সেবন করছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও