সুনামগঞ্জে দিনমজুর স্বামী খুন, পলাতক স্ত্রী আটক
৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:১০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৭
সুনামগঞ্জ: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও আমিনপুর গ্রামে দিনমজুর স্বামী আলেক মিয়াকে খুনের অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামে রেনু বেগমের পালক বাবার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন আলেক মিয়া। এরপর থেকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ির পূর্ব পাশের ভিটায় একটি ঘরে বসবাস করতেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রতিদিনের মতো আলেক মিয়া দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা গড়িয়ে গেলেও আলেক মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী দরজা খুলছেন না দেখে প্রতিবেশীরা ডাকাডাকির একপর্যায়ে ঘরের পূর্বের দরজা খোলা দেখেন। পরে ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে আছে আলেক মিয়ার মরদেহ। এসময় আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী ঘরে ছিলেন না। খবর পেয়ে পুলিশ আলেক মিয়ার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুপার বলেন, রেনু বেগমকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা জানা যাবে।
সারাবাংলা/এসএসএ