Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মুখযোদ্ধা হিসেবে দ্রুত করোনার টিকা দাবি পরিচ্ছন্নতাকর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৩

ঢাকা: সম্মুখযোদ্ধা হিসেবে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন নেতা-কর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)। এছাড়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পাশাপাশি নিরাপদ কর্মস্থলের দাবিও জানিয়েছেন তারা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকী বলেন, ‘আপনারা শুনে অবাক হবেন যে, করোনা মহামারি সময়েও সরকার বা সিটি করপোরেশনের কাছ থেকে আমরা বেসরকারি খাতের পরিচ্ছন্নতাকর্মীরা কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাইনি। একমুঠো ত্রাণও পায়নি আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা। অথচ আমরা তখন করপোরেশনের মেয়রের কাছে একাধিক আবেদনও করেছি। আমাদের প্রতিটি আবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ থাকলেও করপোরেশন কোনো ব্যবস্থা নেয়নি। তবু আমরা পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

তিনি অভিযোগ করে বলেন,‘এই মহামারি দুর্যোগ মুহূর্তেও আমাদের কর্মীরা প্রতিদিন নাগরিকদের বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহ করেছে। শুধু গৃহস্থলির ময়লা নয়, মানুষের ব্যবহৃত করোনার সুরক্ষাসামগ্রীও সংগ্রহ করে অপসারণ করেছে। এই কাজ করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ এই কর্মীদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে শুধু ডাক্তার, নার্স, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতাকর্মীদের এই নেত্রী বলেন, ‘আমাদের প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) এর প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নাগরিকদের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে সিটি করপোরেশনের কন্টেইনারে পৌঁছে দেয়। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের করোনার সম্মুখযোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রত্যেকের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দানে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এই কর্মীরা মৃত্যুর ঝুঁকি আরও বাড়বে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিডব্লিউসিএসপি’র সহ-সভাপতি মোহাম্মদ মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য আওলাদ হোসেন, ফিরোজ মাহমুদসহ অন্যরা।

সারাবাংলা/এসএইচ/এমও

করোনা ভ্যাকসিন পরিচ্ছন্নতা কর্মী পিডব্লিউসিএসপি সম্মুখ যোদ্ধা সম্মুখযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর