Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধ সুরক্ষায় গাছ লাগাতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৯

সাতক্ষীরা: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শুধু বাঁধ বাঁধলেই হবে না, বাঁধের সুরক্ষায় গাছ লাগাতে হবে। বাঁধ যেন আর না ভাঙে সেজন্য গাছ লাগিয়ে জঙ্গল তৈরি করতে হবে। নদীর স্রোতের টানে বাঁধের ভাঙন রোধে জেগে ওঠা চর কেটে স্রোতের দিক পরিবর্তন করতে হবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ভাঙন কবলিত বাঁধের পাশে নদীর বুকে জেগে উঠা চরের মাটি কেটে ভাঙনকূল রক্ষা করতে হবে। আর সেখানে গাছ লাগাতে হবে। তবেই টেকসই হবে বেড়িবাঁধ। তা না হলে বাঁধ টিকবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করতে সরকার কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলাসহ অনেকেই।

সারাবাংলা/এসএসএ

পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর