Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৯

ফাইল ছবি

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের চাপায় চান মিয়া সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মইজল হক (৫৮) নামে অপর একজন আহত হয়েছেন। শনিবার (৬ ফেব্রয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের ড্রিমল্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মানিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চান মিয়া পলাশবাড়ী পৌরসভার জগরজার্নি গ্রামের আছর উদ্দীনের ছেলে। আহত আইজল হকের বাড়ী পৌর শহরের রাইগ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা থেকে রংপুরগামী বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

চাপা পলাশবাড়ী মাইক্রোবাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর