Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে পানি শোধনাগার কেন্দ্র পরিদর্শন করলেন ২ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২১

নারায়ণগ‌ঞ্জ: রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্রে ‘ঢাকা এনভায়রমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্প পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং স্থানীর সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৬ ফেব্রয়ারি) দুপুরে তারা এই প্রকল্প পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ অন্যরা।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে ৯৮ ভাগ মানুষের মাঝে পানি সরবরাহ করা হয়েছে। অল্প সময়ের ভেতরে আমরা শতভাগ মানুষকে পানি সরবরাহের আওতায় আনতে পারব।

তিনি বলেন, গন্ধর্বপুরে একটি প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে। আরও চারটি প্রকল্প করা হবে এবং এটি আমাদের খুব দ্রুত করতে হবে।

সারাবাংলা/এসএসএ

এলজিআরডি মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তাজুল ইসলাম পানি শোধনাগার বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর