Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালকসহ নিহত ৩


৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:২৯

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালক ও এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার বাসিন্দা কাদের বয়াতীর ছেলে আক্তার (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা সুমনের ছেলে ট্রাকচালক সোহান (২২) এবং বরিশাল জেলার কোতয়ালী থানা এলাকার উত্তর জাগুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ট্রাক হেলপার রাসেল (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, বরিশালগামী মিনি ট্রাক (যশোর ড-১১-০৬১৯) খাঞ্জাপুর সড়কে বিকল হয়ে পড়ে। সেটিকে টেনে নেওয়ার জন্য বরিশালগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫১১৫) পাশে থামিয়ে রশি দিয়ে বাঁধছিল চালক ও হেলপার।

এ সময়ে পেছন দিক থেকে বরিশালগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৮৯-১৩) এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক ও এক হেলপারের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনটি গাড়িই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর