Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৩

ফাইল ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ঢাকা: ৭ ফেব্রুয়ারি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হবে। সেদিন সারা দেশে জেলা পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। কিছু ক্ষেত্রে উপজেলা পর্যায়েও ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে। ইতোমধ্যেই দেশের সকল জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। যদি সবকিছু ঠিক থাকে তবে সেদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নেবো বলে আশা করছি। আমাদের কেবিনেটের আরও কিছু কলিগ ভ্যাকসিন নিতে পারেন সেদিন।

সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণপর্বও শেষ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এ দিন ২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। ২৮ জানুয়ারি দেশে আরও ৫৪১ জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

সারাবাংলা/এসবি/এনএস

করোনার ভ্যাকসিন গ্রহণ টপ নিউজ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর