Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৮

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার মিয়া (২৭)। তিনি পাশ্ববর্তী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাকুয়া গ্রামের পাশে পদ্মবিলের কাছে দিরাই-শ্যমারচর সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনোয়ার মিয়া দিরাই উপজেলা সদরে যাওয়ার সময় চরনারচর ইউনিয়নের চাকুয়া গ্রামের পদ্মবিলের পাশে প্রতিযোগিতা করছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আনোয়ার মিয়া মাথায় ও নাকে-মুখে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় আনোয়ার মারা যান।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিরাই উপজেলার চরনার চর ইউনিয়নের পদ্মবিলের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানা গেছে।

সারাবাংলা/এমও

মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর