স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমন্বয় কমিটির সভা
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৪
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমন্নয় কমিটি আহ্বায়ক লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মনীষ দেওয়ান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালাম। সভা পরিচালনা করেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সমন্নয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মাশের্ল এম চিরাণ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, অ্যাডভোকেট জন গোমেজ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুশীল বড়ুয়া, শমীরন দেওয়ান, সা চিং প্রু জেরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ড পি কস্ট, মং শৈ হ্লা চৌধুরী, পার্থ প্রতিম বড়ুয়া অপু, রাজ কুমার নু শৈ প্রু, খামলাই ম্রো, রাজ কুমার সা শৈ প্রু প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম