Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫১

বগুড়া: জেলার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু হয়েছে। উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারীদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা হয়।

জানা গেছে, নিহত রেজওয়ান (১৮) বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এক ঠিকাদারের লাইনম্যান হিসেবে কাজ করতেন। মুরারীদিঘী গ্রামে বিদ্যুৎ লাইনের নিউটাল তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসতর্কতাজনিত কারণে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু লাইনম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর