এখনও করোনায় আক্রান্ত ১২৪ পুলিশ, প্রাণ গেছে ৮৫ জনের
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪১
ঢাকা: করোনা (কোভিড ১৯) শুরুর পর থেকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে একক কোনো বাহিনীতে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে পুলিশ সদস্য। এখন পর্যন্ত (৮ মার্চ ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত) ৮৫ জন পুলিশ সদস্যের প্রাণ গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘করোনাকালে একক বাহিনী হিসেবে এখন পর্যন্ত ৮৫ পুলিশ সদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন। এর মধ্যে কনস্টেবল থেকে শুরু করে এএসআই, এসআই, পরিদর্শক, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন।’
তিনি বলেন, ‘পুলিশে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৪ জন সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে ডিএমপিতে তিন হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ১৮ হাজার ৭৮৫ জন সুস্থ হয়েছেন। ৮৫ জন সুপ্রিম স্যাকরিফাইস হিসেবে জীবন উৎসর্গ করেছেন। বাকি ১২৪ জন পুলিশ সদস্য এখনও করোনায় আক্রান্ত হয়ে বাঁচা মরার লড়াই করছেন।’
এআইজি মিডিয়া সোহেল রানা আরও বলেন, ‘পুলিশ সদস্যরা সবসময় মাঠে থেকে একইসঙ্গে মানুষের নিরাপত্তা দিচ্ছে অন্যদিকে করোনায় সেবা দেওয়া অব্যাহত রেখেছে। এর বাইরেও পুলিশের নানাবিধ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’
করোনায় পুলিশের প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন’ তৈরির সঙ্গে যুক্ত থাকা গর্বিত পুলিশ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী। তিনি বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। এ ছাড়া করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা, বেশ কজন পুলিশ পরিদর্শক, ১৫ জন উপপরিদর্শক (এসআই), ১০ এএসআই, নায়েক, তিনজন সাধারণ কর্মচারী (সিভিল স্টাফ), ২৫ জন পুলিশ কনস্টেবল ও বেশ কয়েকজন র্যাব সদস্য রয়েছেন।
ডিএমপিতে কর্মরত করোনায় মৃত্যু হয়েছে কনস্টেবল জসিম উদ্দিন (৪০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়সহ আরও বেশ কয়েকজন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, করোনার কারণে পুলিশ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করেছে। করোনা মোকাবিলায় পুলিশ সামনের সৈনিক হওয়ার কারণে অনেকের প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে