Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৬

বরিশাল: নড়াইলে একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর যুবদল। মহানগর যুবদল সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি কামরুল হাসান রতন, মাকসুদুর রহমান মাসুদ, শামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান আনিচ, রেজাউর রহমান রেজা প্রমুখ। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে দেওয়া দণ্ডাদেশ প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন

এদিকে মহানগর ছাত্রদলের ব্যানারে একই স্থানে বেলা ১২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজাহারুল ইসলাম বাবু, সদস্য সচিব সজল তালুকদার, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রদল নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত ছাত্রদলকে মিছিল করতে দেয়নি পুলিশ।

যুবদল ও ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

সারাবাংলা/এএম

ছাত্রদল তারেক রহমান যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর