Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালিয়ায় স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৬

নড়াইল: কালিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার উথালী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীকে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর পরিবার দরিদ্র। বাবা ভাঙারির দোকানি।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে রাতেই মামলা করেছেন। এছাড়াও মামলায় তিনজন অজ্ঞাত পরিচয় আসামি রয়েছে। পুলিশ রাতেই নিশানসহ (১৭) তিন আসামিকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি পৌর এলাকার উথালী গ্রামে।

পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে ওই ছাত্রী ছাগল আনার নাম করে বাড়ি থেকে বের হয়। পথে ফাঁকা জায়গায় গেলে ছয়জন তাঁকে ধরে ঘটনাস্থলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সেখানেই ফেলে ধর্ষণকারীরা চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আমানউল্লাহ আল বারী জানান, এজাহারভুক্ত প্রধান আসামি নিশানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

সারাবাংলা/এএম

কালিয়া গণধর্ষণের শিকার নড়াইল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর