Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের আরেক শীর্ষ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৫

মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরেক শীর্ষ নেতা উইন টাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এর মধ্য দিয়ে, বেসামরিক সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযান আরও জোরাল করার বার্তা দেওয়া হয়েছে। খবর বিবিসি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরের আগে আগে ওই এনএলডি নেতাকে ইয়াঙ্গুনে তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এনএলডি’র মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ আইনে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১ ফেব্রুয়ারি) অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক বাহিনী সু চিসহ এনএলডির বেশিরভাগ নেতাকেই গ্রেফতার করেছিল।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সামরিক বাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে এবং সু চিসহ বন্দিদের মুক্তি দিতে আহ্বান জানান। অন্যথায়, ওয়াশিংটন মিয়ানমারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে রেখেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরের আগে আগে টেলিফোনে বিবিসির সঙ্গে কথোপকথনে উইন টাইন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে রাজধানী নেইপিডোতে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রদ্রোহ আইনে আটক করার কথা বললেও ঠিক কী অভিযোগ, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। টাইন বিবিসিকে বলেছেন, তার বক্তব্য সেনাবাহিনীর পছন্দ হয়নি, তাই তারা ভয় পেয়ে টাইনকে আটক করেছেন। মিয়ানমারে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে, এনএলডির ৭৯ বছর বয়সী এ নেতা সু চির খুবই ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত। মিয়ানমারে এ দফার অভ্যুত্থানের পর সেনাবাহিনী ও এর প্রধান মিন অং হ্লাইংয়ের সমালোচনা করে একাধিক সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

কয়েকদিন আগে স্থানীয় ম্যাগাজিন ফ্রন্টিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইন অভ্যুত্থানের কারণে মিয়ানমারের সেনাবাহিনীকে অসম্মানের ভেতর দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছিলেন।

সারাবাংলা/একেএম

অং সান সু চি টপ নিউজ মিয়ানমার মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর