আমেরিকা ইজ ব্যাক: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৩
৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর বহির্বিশ্বের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেই বলেছেন, আমেরিকা ইজ ব্যাক। সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির ব্যাপারে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত বাতিল করার প্রাক্কালে বাইডেন এই মন্তব্য করেন। খবর নিউইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নির্বাহী আদেশ পরিবর্তন করতে গিয়ে বাইডেন বলেন, যুদ্ধের দিন শেষ।
তিনি বলেন, শুধু অস্ত্র বিক্রিই নয় ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে যে কোনো ধরনের সহযোগিতা করাই যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর।
এ ব্যাপারে নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, বাইডেনের শাসনামলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ট্রাম্প আমলের সম্পূর্ণ বিপরীতে পরিচালিত হতে পারে।
সারাবাংলা/একেএম