Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে লরির ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:১১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:২২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় নাফিউল ইসলাম নাফিজ (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাফিজ দক্ষিণ বনশ্রীর মডেল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম এসএম কবির উদ্দিন। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার খানজাপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করত।

নাফিজের খালাতো ভাই সাজ্জাদ বিন আজাদ জানান, মোটরসাইকেলে তেল না থাকায় নাফিজকে নিয়ে খিলগাঁও ত্রিমোহনী ব্রিজ পার হয়ে পাম্প থেকে তেল আনতে যান তারা। তেল নিয়ে ফেরার সময় পাম্পের সামনে একটি তেলের লরি ঘোড়ানোর সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পরে যায়। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়। পরে নাফিজকে স্থানীয় আল ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক বাচ্চু জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

দুর্ঘটনা রাজধানী স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর