Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়গুলোর আয় ব্যয়ের তথ্য চায় ইউজিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৫

ঢাকা: দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কাছে আয় ব্যয়ের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, আয়-ব্যয়, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাতসহ খুঁটিনাটি তথ্য প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের উপ-পরিচালক মো. শাহীন সিরাজ সই করা চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের সার্বিক কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান সন্নিবেশপূর্বক ৪৭তম বার্ষিক প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি। এ উপলক্ষে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নির্ভুল তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইউজিসিতে পাঠাতে বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/একেএম

আয়-ব্যয়ের তথ্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর