Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪৪

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রমনায় বিটিআরসি’র কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিটিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাঙ্গালির স্বাধীনতার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান এবং তার জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে বঙ্গবন্ধু কর্নারে। বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন, কর্ম, আদর্শ এবং রাজনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক পরিমন্ডলের নানামুখি কর্মকাণ্ড ও স্বাধীনতার আন্দোলন সংগ্রাম নিয়ে বিভিন্ন লেখকের লেখা মোট ১০৬টি বই রয়েছে।

এ সময় কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, স্পেকট্রাম বিভাগের কমিশনার এ.কে.এম শহীদুজ্জামান, প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবির, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক প্রকৈাশলী মো. মেসবাহুজ্জামান, কমিশন সচিব মো. জহিরুল ইসলাম, প্রশাসন বিভাগের পরিচালক মো. এয়াকুব আলী ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

বঙ্গবন্ধু কর্নার বিটিআরসি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর