Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী: স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন কমিটির সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৯

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম।

সভা পরিচালনা করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব আব্দুল হাই সিকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সেলিম ভূইয়া ( শিক্ষাবিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি), তাইফুল ইসলাম টিপু (সহ-দফতর সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি ), বেলাল আহমেদ ( সহ-দফতর সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি), মীর নেওয়াজ আলী (সহ-যুববিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি), সেলিম রেজা হাবিব ( সদস্য নির্বাহী কমিটি বিএনপি), ফরিদা ইয়াসমিন (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), মীর রবিউল ইসলাম বাবলু (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), ব্যারিস্টার মীর হেলাল (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), আমিনুল ইসলাম (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), কাজী রফিক (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), নুর জাহান মাহবুব (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), সালাউদ্দিন ভূইয়া শিশির (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), ওমর ফারুক সাফিন (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), এডভোকেট সিমকী ইমাম খান (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), মোশাররফ হোসেন (সাংসদ সদস্য বগুড়া -৪), মো. শাহজাহান মিয়া সম্রাট (কৃষক দল), অধ্যাপক ড. মো. কামরুল আহসান, মো. মফিদুল আলম খান, প্রফেসর ড. মোহাম্মদ আলী (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ড. ইফতিখারুল আলম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), প্রফেসর মোহাম্মদ শাহআলম (জাসাস কেন্দ্রীয় কমিটি), আব্দুল্লাহ আল কাদির (জাসাস কেন্দ্রীয় কমিটি), মো. শাহ আলম রেজা (জিয়া শিশু কিশোর), আমিরুল ইসলাম কাগজী (সাংবাদিক), এহতেশামুল হক শাওন (খুলনা মহানগর বিএনপি), ডি এম আমিরুল ইসলাম অমর (সাংবাদিক), রাশেদা ওয়াহিদ মুক্তা (মহিলা দল), অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমি (মহিলা দল), নাসিম আহমেদ (আইনজীবী), শাহনাজ পারভীন লিলি (মহিলা দল), জান্নাতুল ইসলাম সূচনা (মহিলা দল), গোলাম সরোয়ার (স্বেচ্ছাসেবক দল), সাদিয়া হক রেহানা আক্তার শিরিন (ছাত্রদল ইডেন কলেজ), সানজিদা ইয়াসমিন তুলি (ছাত্র দল ইডেন কলেজ), রাকিবুল ইসলাম রাকিব (ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়), আরিফুর রহমান (জাসাস কেন্দ্রীয় কমিটি), রফিকুল ইসলাম রফিক (ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আমির হোসেন (ছাত্রদল কাজী নজরুল সরকারি কলেজ), কাজী মনিরুজ্জামান মনির, হাবিবা চৌধুরী বিথী (মহিলা দল), আব্দুল্লাহ আল জুবায়ের বাবু (ছাত্রদল তেজগাঁও কলেজ), এনামুল হক জুয়েল, রিটা আলী (মহিলা দল) প্রমুখ।

বিজ্ঞাপন

এরপর বিকেল চারটায় স্মরণিকা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব আব্দুস সালাম।

সভায় উপস্থিত ছিলেন- লুৎফর রহমান কাজল (মৎস্যজীবীবিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি বিএনপি), শহিদুল ইসলাম বাবুল (সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, নির্বাহী কমিটি বিএনপি), টি এস আইয়ুব (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), রবিউল আলম রবি (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), ওমর ফারুক সাফিন (সদস্য নির্বাহী কমিটি বিএনপি), জাহাঙ্গীর আলম রিপন (সহ-সভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি), এ এস এম শরিফুল ইসলাম (প্রকাশক), শাহ মো. মোজাম্মেল চৌধুরী, সাখাওয়াত হোসেন মুকুল (সাংবাদিক) প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

চিত্রাঙ্কন কমিটি সভা সুবর্ণ জয়ন্তী স্বরচিত কবিতা স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর