Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের আদেশ অমান্য করে ভবন নির্মাণে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৯

ঢাকা: উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের দায়ে মিরপুরের কাজীপাড়ার বিল্লাল হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার অর্থ আগামী দুই মাসের মধ্যে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপরি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে রাজউকের চেয়ারম্যানের কাছে করা বিল্লাল হোসেনের আপিল আবেদন আগামী একমাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আদালতে ভবন মালিক বিল্লাল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী ফিরোজ উদ্দিন আহমেদ। বিবাদীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম রফিক উল্লাহ ও হুমায়ুন কবির পল্লব। আর রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী ইমাম হোসেন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, ‘হাইকোর্টের স্থিতাবস্থা বহাল থাকার পরও ভবন নির্মাণের অপরাধে মিরপুরের কাজীপাড়ার বিল্লাল হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। বিল্লাল হোসেনকে আগামী দুই মাসের মধ্যে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে পাঁচ তলা ভবন নির্মাণের জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নেন মিরপুরের কাজীপাড়ার বিল্লাল হোসেন নামে এক বাড়ির মালিক। কিন্তু পরবর্তীতে তিনি নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ শুরু করেন। তখন বিল্লাল হোসেনের পাশের বাড়ির শহীদুল ইসলাম জুয়েল নামের এক ব্যক্তি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য রাজউকের কাছে আবেদন করে। রাজউক ওই আবেদন পেয়ে তদন্ত করে ভবনের মালিককে নোটিশ দেন। একই সঙ্গে নির্মাণাধীন ভবন ভেঙে ফেলতে নির্দেশ দেয়। পরে রাজউকের ওই নোটিশের বিরুদ্ধে আপিল আবেদন করে ভবনের মালিক বিল্লাল হোসেন। সেখানে প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।’

বিজ্ঞাপন

হাইকোর্ট রিট আবেদনের শুনানি নিয়ে নির্মাণাধীন ভবনের ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করে। কিন্ত বিল্লাল হোসেন হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখেন। পরবর্তীতে পাশের বাড়ির আরেক ব্যক্তি আদালত অবমাননার অভিযোগ এনে বিল্লাল হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার আদালত বিল্লাল হোসেনের রিট ও আরেকজনের আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করেছেন। আদালত রাজউকের চেয়ারম্যানকে আগামী ৩০ দিনের মধ্যে বিল্লাল হোসেনের আবেদন নিষ্পত্তি করতে বলেছেন। একই সঙ্গে হাইকোর্টের আদেশ অমান্য করায় বিল্লাল হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা করেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

জরিমানা ভবন নির্মাণ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর