Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আদালতকে ব্যবহার করে নির্দোষ রাজনৈতিক প্রতিপক্ষকে সাজা দেওয়ার ক্ষেত্রে সরকার বিশ্ব রেকর্ড গড়েছে। এর শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের লাখ লাখ নেতাকর্মী। সাজানো ঘটনায় মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতৃবৃন্দকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে ভরে রাখা হচ্ছে। এর সর্বশেষ শিকার হলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মী।’

তিনি বলেন, ‘২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা অভিযোগে হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার স্থানীয় নেতৃবৃন্দের নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়। অথচ সেদিন হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিলেন।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। নিজেদের নির্দয় দুঃশাসন ও কুৎসিত মাফিয়া শাসনের ঘটনা দেশে-বিদেশে প্রচারকে আড়াল করতেই আজ তড়িঘড়ি করে হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেওয়া হলো। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা এড়াতেই সাজানো আদালতকে দিয়ে ইন্সট্যান্ট প্রতিহিংসা পূরণ করতে পারদর্শী শেখ হাসিনা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির নেতৃবৃন্দকে সাজা দিলেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা থেকে একজন এডিশনাল এটর্নি জেনারেল ও তিন জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সাতক্ষীরায় পাঠানো হয়েছিল মামলাটিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য— যা নজিরবিহীন ঘটনা। জেলা পর্যায়ে সরকারের পক্ষে পিপি, এপিপিরাই মামলা পরিচালনা করেন। সেখানে একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেলসহ তিনজন ডেপুটি এটর্নি জেনারেলের উপস্থিতিই প্রমাণ করে যে, উক্ত মামলায় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হবে।’

রিজভী বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী দীর্ঘ ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘ পাঁচ বছর কারাগারে বন্দি আছেন। প্রায় শতাধিক মামলায় জামিন হয়ে জেলখানা থেকে বের হওয়ার সময় গতকাল ৩ ফেব্রুয়ারি শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

তিনি জানান— বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দিদারুল আলম মিয়াজীর সমর্থনকারী ছিলেন মীরশরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম নুরুল আফসার মিয়াজির ছেলে আলমগীর রাসেল। গতরাত (৩ ফেব্রুয়ারি) ৯টায় তার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় নৌকা মার্কার প্রার্থীরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আলমগীর রাসেলকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সারাবাংলা/এজেড/এমআই

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর