কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা প্রয়োজন: প্রধানমন্ত্রী
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। কাজেই সবসময় কৃষিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আমাদের কৃষিভিত্তিক শিল্প একান্তভাবে গড়ে তোলা প্রয়োজন।
আমরা সেটাই করতে চাই এবং সেটাই করব; এ জন্য কৃষি গবেষকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।
কৃষিখাতে গবেষণা যত বাড়বে ততবেশি আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদনও করতে পারব, আর মানও ঠিক থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা আমাদের বীজ রক্ষণাগার তৈরি করছি। তা ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে নরওয়েতে আমরা কথা বলছি। সেখানেও কিছু বীজ আমাদের সংরক্ষণের চিন্তাভাবনা আছে। সেটিও আমরা করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ আমাদের জনসংখ্যাও বাড়ছে। আর আমাদেও মাটি তো খুব উর্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন সবসময়। আমার মাটি এত উর্বর যে সেখানে একটা বীজ পড়লেই গাছ হয়, গাছে ফল হয়। তাহলে এ দেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন? সেই চিন্তা থেকেই তিনি সমস্ত পদক্ষেপ নিতেন। এজন্য গবেষণা একান্তভাবে প্রয়োজন।’
আমাদের কৃষিপণ্য যাতে মানসম্পন্ন করা যায়, তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকারে পাশাপাশি অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণ করা প্রয়োজন বলে মতামত দেন।
তিনি বলেন, ‘দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভাল এবং বেশি উৎপাদন, এবং উন্নত মানের উৎপাদন হতে পারে; তারও একটা জোনম্যাপ করা দরকার। এই ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন।’
প্রধানমন্ত্রী এর কারণ তুলে ধরে বলেন, ‘কারণ বাংলাদেশ একটা ব-দ্বীপ। কিন্তু আমরা দেখেছি, এক এক অঞ্চলে এক এক জিনিস ভালো হতে পারে। আমরা অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কীভাবে করতে পারি। সেগুলো বিবেচনায় এনে আমাদের সমস্ত বাংলাদেশে একটা আলাদা মানে গবেষণা করে বের করা দরকার এবং জোন ভাগ করে দেওয়া দরকার।’
কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশীয় বাজার যেমন আছে আবার বিদেশেও রফতানি করতে পারি। সেগুলো মাথায় রেখে মার্টির উর্বরতা, সেখানকার পানির অবস্থা এবং আবহাওয়া তথা জলবায়ু পরিবেশ এগুলো বিবেচনা করে আমাদের কোনো অঞ্চলে কোন ধরনের ফসল বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, অল্প খরচে উৎপাদন হবে, সেইভাবে বিভিন্ন এলাকা ভাগ করে যাতে আমাদের ফসল উৎপাদন করতে পারি; তার ওপর একটু গবেষণা করা প্রয়োজন এবং সেখানে করতে পারলে আমরা হয়ত আরও বেশি উন্নতি করতে পারব।’
প্রধানমন্ত্রী তার সরকারের উদ্যোগে ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রসঙ্গ তুলে উল্লেখ করে বলেন, ‘কৃষি প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানিযোগ্য করা যায়, সে জন্য ওই সব অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের ব্যবস্থা তাহলে কিন্তু দেশের মানুষেরও কষ্ট থাকবে না।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। কাজেই আমি সব সবময় কৃষিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প একান্তভাবে গড়ে তোলা প্রয়োজন। আমরা সেটাই করতে চাই এবং সেটাই করব। এ বিষয়েও আমাদের গবেষকদের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক, আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে।প্রক্রিয়াজাত করতে হবে। দেশীয় বাজার পূরণ করতে হবে। বিদেশে রফতানি করতে হবে।’ এই কথাটা মাথায় রেখেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
দুর্যোগ সহনীয় কৃষি নির্ভরতা বাড়ানোর প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চলের জন্য সুখবর হল, লবণাক্ত সহিঞ্চ ধান এরইমধ্যে আবিষ্কার হয়েছে।’
সে জন্য কৃষি বিজ্ঞানীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ আমি দক্ষিণাঞ্চলের মানুষ। আমি জানি আমরা নিজেরাও এর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজেই এটা আমাদের বিরাট একটা সুযোগ সৃষ্টি করে দেবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার মধ্য দিয়ে আমরা কৃষিকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন, কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, সব যেন আমরা করতে পারি, সেদিকে আরও সকলে মিলে কাজ করবেন সেটিই চাই।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ ছাড়া আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
সারাবাংলা/এনআর/একে